ভর্তি তার মস্তিষ্কের কুয়ো
নিরক্ষরতার পুস্তক আর পাঠ্যক্রমে
অর্জিত জ্ঞান তার জোনাই পোকার আলো
কদর্য জ্বিহা তার লেহন করে -
কত শত শুদ্ধ অক্ষর শব্দ বাক্য ব্যাকরণ!
অবশেষে তার কলমেই রচিত হয় আইন কানুন
তার তরবারির তীব্র ধারে
চকমক করে ওঠে শোষণের হুংকার
আমাদের ন্যাংটো দেহ আর আত্মা ঢেকে যায় রক্তে!