উমেদ এর খনিতে চাপা পড়া মৃত্যুর ঘ্রাণ
কৌশলে পাশ কাটিয়ে যায় শিশির শীতল কাঠ গোলাপের
নোঙরে বাঁধা প্রেম সুতো বড্ড অবাধ্য
হরপ্পার ধুলোয় মিশে যায় সমস্ত অভিমান
পুড়ে যাওয়া পোকাদের গুঁড়ো উড়ে বাতাসে
আমলকী পাতার গন্ধে আবারও মিশে যায় -
পঁচে যাওয়া তুলতুলে কলিজার মাংস মাংস গন্ধ
চাঁদের গায়ে হাত বুলিয়ে ঢেকে দিই অস্পৃশ্যতার কলঙ্ক
যদিও শহর ঢেকে যায় অন্ধকারের বাতাবরণে
উৎফুল্ল মন অমাবস্যা খোঁজে হয়রান আলোয়
কোনো এক কোণে প্রদীপ জ্বালিয়ে দাঁড়িয়ে রয়েছ তুমি