মৃত্যু যখন আসবে তুমি এসে টুকু বসো
প্রাণ বায়ু যখন কর্পূর হবে, তুমি এসো
রজনীগন্ধা যখন চুমীবে বাতাসকে, তখনও তুমি এসো।

ধূপ গন্ধ ঢেলে এলিয়ে ছাই হয়ে ঝরবে যখন...
সেই মর্মস্পর্শী সুগন্ধির ভাগ এসে তুমিও নিও।
আমার নিথর পাথর দেহ বরফ শীতল হবে যখন...
আমার পাতলা চোখের পাতার পলক বুজিয়ে দিও।
আমার সিক্ত নাকের ফোঁকর জোড়ায় সাদা তুলো যখন...
তুমিও কাজল চোখেরজল ফোঁটা দুই ফেলে দিও।
চোখ জোড়ায়  ভেজা তাজা তুলসীর সবুজ মেলা যখন...
আমার হাঁ-করা মুখ টার দিকে অনুরাগ  চোখে চেও।
আমার নগ্ন দেহখানিকে লাল আগুনে জড়িয়ে ধরবে যখন...
তখন তুমি কালো ধোঁয়ার আঁচ মেপে নিও।
তট অদৃশ্য হবে  ঘাস ভূমির মাঝখান কালো রেখে যখন...
তুমিও নীরবে টোল পড়া হাসিমুখে বিদায় নিও।

মৃত্যু যখন আসবে তুমি এসে টুকু বসো
প্রাণ বায়ু যখন কর্পূর হবে, তুমি এসো
রজনীগন্ধা যখন চুমীবে বাতাসকে, তখনও তুমি এসো।