ওই যে যারা প্রেম ওড়ায় বাতাসে,
নির্ভেজাল প্রেম।
যাদের প্রেম সমুদ্রের ঢেউ বা ঝর্নার জল
মরুভূমির বালি, ঝড়ে দোলা ফুল, গুঁড়ো বৃষ্টির দল
ওদের সৃষ্টি করা প্রেম শুকনো মাটি
ওদের সৃষ্টি করা প্রেম আবার কঠিন বরফ
আমরা না হয় আবিষ্কার করি ছোঁয়াচে প্রেম;
যে প্রেমের মৃত্যু নেই, নেই ঘর-বাড়ি কোথাও !
যে প্রেম শ্বাস প্রশ্বাস -
যে প্রেম মায়ের আঁচলের সুগন্ধ
অথবা, বাবার ঘামের মিষ্ট লবণ।