বিতর্কিত প্রেম পরবের শেষ
সদ্য উদিত পাহাড়ের গায়ে গিরিখাতের দাগ
মলিন মরুভূমির চরে শকুনের দল
আমার দীন আত্মার পাশে মাছিদের আড্ডা!
বিক্ষিপ্ত কদরের আঁচে মরীচিকার জল
তেষ্টা মেটানোর দায় যেন শুধু আমার নয়,
সমগ্র পৃথিবীর। সকলে মুঠো ভরে ভরে কুড়িয়ে নেয়
ভবিষ্যত গড়ার ইট!
আমি কবিতার বিনিময়ে প্রেম বেচি
বিধাতাও বলে ওঠেন কবিতার বিনিময়ে প্রেম হয় না!
কখনও না!!