ওরা যারা প্রেমের পালক
উড়িয়ে গেলো আকাশে
নিশ্চিহ্ন সময় বেজার বাতিক
বারুদ স্ফুলিঙ্গের অবকাশে
ওদের ডানা জখম হলে
কে বা তাতে লাগায় মলম
দীর্ঘ পাথর রাত্রি গুলো
কবির হাতের রক্ত কলম
শীর্ষে যারা জিতে গেলো
ফোসকা প্রেমের মুঠোয়
তারাই কেন শুধু শুধু
কষ্ট এনে জুটোয়
বিচিত্র এই রোগের নেশা
হাঁটু জলে ডুবে মরা
দেড় ফুটের হাত নিয়ে
যেমনটা ওই চাঁদ ধরা
তবুও বেশ মেতে আছি
প্রেম পিরিত কবিতা গান
সময় যায়, যায় সব
চলে শুদ্ধ প্রেমের অনুসন্ধান