তুমি কি, আমার তা জানা নেই।
তুমি কি ছিলে, তাও আমার জানা নেই।
ওই রাশি রাশি হাসির নাম আমার জানা নেই।
ওই ছিপছিপে মুখশ্রী আমার অচেনা।
তোমার গলার স্বরের কলি আমার অজানা।
যেটুকু আছে--
তোমার পাশে বসে দুদণ্ড গল্প করার ইচ্ছে।
তোমার হাতে হাত রেখে মাইল খানেক হাঁটার ইচ্ছে।
মন খারাপের অসুখ হলে,
তোমার কাছে সহানুভূতি পাওয়ার ইচ্ছে।
তোমার প্রতিটি দুঃখে,
নিজেকে সঁপে দেওয়ার ইচ্ছে।
আমার পাগলামির জন্য,
তোমার কাছে প্রচুর বকুনি খাওয়ায় ইচ্ছে।
তোমার চোখে জল এলে,
তোমাকে ফ্যাক করে হাসিয়ে দেওয়ার ইচ্ছে।
আমার কবিতা লেখার মতিভ্রমে,
তোমাকে অমর করে দেওয়ার ইচ্ছে।
কিছু ইচ্ছে, ইচ্ছেই থেকে যায় জানি
কারণ ইচ্ছেদের ডানা হয় না!