তোমার অস্তিত্ব  খুঁজে পাই স্বপ্নে এখন
বাস্তব কি বিশাল একটা পাথর!
বিরহে কুঁকড়ে কাঁদতে থাকা রাধার চোখের জল

তোমার নিশ্বাসের গন্ধ টুকু পাই
আর তোমার আত্মার আঁচে হৃদয় উষ্ণ হয়
আমার হৃদয়ে এখন মেরুর শীত
যার মাঝখানে  তোমার আলতা পরা পায়ের ছাপ

আচ্ছা, বাস্তবে যদি তোমাকে ধরা যেত!
প্রেমের এরকম রেনেসাঁ কেন হয় না?