ধুলোর সাথে ধুলোর সঙ্গম
কার পদধূলি রাখা হলো মিউজিয়ামে
কার কপালে কাটা তিলকের রঙের বিচ্ছুরণে
সারা আকাশের গায়ে লাল চাদর
কার ঘাম জমে হিমবাহ
কার বয়ে যাওয়া লালার নদী
আজ পর্যটনকেন্দ্র আমাদের

সমস্ত মৃত্যু উপত্যকায় গোলাপের চাষ
এক কোটি লাল গোলাপ হাতে মৃত্যুও সুন্দর
মৃত্যুর তো আর মৃত্যুর ভয় নেই