দিনের আয়ু শেষ হতে হতে
সমস্ত আলোও ফিকে হয়

প্রদীপের আলোয় পড়ি জোনাকির জন্মান্তরবাদ
আলোর আসা যাওয়া
আলোর বেগ - আলোকবর্ষ

এরপর সব কালো, লোডশেডিং
দুর্বল রেটিনায় অন্ধকারের প্রতিবিম্ব

আমার ছিপে চাঁদ ওঠে না
চাঁদ চাষের দুঃসাহস আমার নেই