যত উপাখ্যান শাপলা ফুলে
ঔজ্জ্বল্য খেয়ে নেয় মৃত্যুমুখ
নিশীথে পাহারা দিয়ে কক্ষপথ
অনাবিল...

কালি মেখে, কালো মেঘে চুপচাপ
নিনাদ বজ্রপাত

শিশু কন্যার কান্না লুকিয়ে
ওরা যারা ফুঁকে শাঁখ
ধুয়ে পথ, ধুলো খেয়ে নির্বিকার উল্লাস!
তুমি কেন সময় মাপো
ভাত তুমি পাবে না একদানা
এই বজ্র ধ্বনিতে ভরুক খালি পেটের কারখানা
বর্ষণ শেষে --
যাকে তুমি রুটি ভাবো, চাঁদ ঝুলে আধখানা