মাছের মজ্জায় ঢাকা লজ্জা
কার নাম তুমি দিলে বজ্জাত
শুকিয়ে শাঁখে এই বৈশাখে
তুমি কার অপেক্ষায় চৌরাস্তার বাঁকে
নিয়ম করে কান্না জলে আস্থার অস্থি ভাসে
আত্মা যাওয়ার পরেও তবু নিথর দেহ হাসে
আজ গ্রীষ্ম এসে প্রখর তাপে
কানে কানে কষ্ট কেন জপে
শুধু আমায় ভালোবেসে!
শুধু তোমায় ভালোবেসে!!
পাঁজর হাঁড়ে কে কষ্ট ফোঁড়ে
শহর মিলায় কার দৃষ্টি জুড়ে
দুপুর রাতে লতানো মন
বিষণ্ন বিনে সুরের পতন
গজল ভজন গেয়ে গলায় সুর প্রেম নাশের
আত্মা যাওয়ার পরেও হাসি পচে যাওয়া লাশের
আজ গ্রীষ্ম এসে প্রখর তাপে
কানে কানে কষ্ট কেন জপে
শুধু আমায় ভালোবেসে!
শুধু তোমায় ভালোবেসে!!