ইন্দ্রিয়দের মৃত্যু দেখি --
অচল হয়ে আসে পাঁচটাই

দেখি না আর, শুনিও না
না পাই গন্ধ, না পাই স্বাদ
সভ্যতার আঁচড় খেয়েও জ্বালা অনুভব করি না

মুঠো মুঠো ক্লান্তি গুলোও আর জ্বালাতন করে না
জারুল বনের ঘাসগুলো জানে
আবেগ গুলো শিশিরের জলে কবেই ধুয়ে গ্যাছে

ইন্দ্রিয়দের মৃত্যু দেখি --
একান্নবর্তী দুঃখ গুলো তাদের সমাধিস্থ করছে
একটার পর একটা