দুজনে সেদিন বৃষ্টি রাতে
শীতল হাওয়ায় বসে
অন্ধকারের তাড়া সরিয়ে তুমি
প্রদীপ জ্বালো শেষে

আলোয় আলোয় বাক্য ভেজে
বাইরে বৃষ্টির সুর
সামনে দেখো উঠোন ভিজে
এক হাঁটুর সমুদ্দুর

চলতি হাওয়া তোমার কথা
ফিকে করে যখন
কান পেতে দিই আগ্রহে
শুনতে তোমার কথন

বরষ মাঝে বাজের শব্দে
উঠলে তুমি কেঁপে
এমন ভয়ে তোমার হৃৎস্পন্দন
নিলাম আমি মেপে

চোখের কোণা চিকচিকে মোর
বৃষ্টি গেছে থেমে
ঠাণ্ডা হাওয়াই পাশে আমার
তুমি শুধুই ভ্রমে

কোথায় প্রদীপ, কোথায় আলো
হাতড়ে বেড়াই খালি
অন্ধকারের ছায়ায় ঘুরে মিছি
স্বপ্নে তারে সাধি