এই যুগল উৎসব দোলায় সোহাগ দোলায় প্রাণ
মুছে যাক অস্থিরতা আর সব মান অভিমান
কৃষ্ণকলির আভার জ্যোতি রাঙাক হৃদয় এসে
প্রেমের রাজ্যে নির্বাসনে মরবো শুধু ক্লেশে
জল জোছনার রঙের গাঙে উৎকণ্ঠা থুবড়ে মুখ
কৃষ্ণকলির সিঁথির লাল সিঁদুরে করছে ক্ষত বুক
চিরন্তনী দিগন্তে রোজ রঙের ছটায় লুকায় মুখ
অষ্টপ্রহর হৃদ জগতে মহামারীর ছোঁয়াচে অসুখ