যেভাবে নৌকা বোঝে না মাঝির ক্ষিদে
পথ বোঝে না পথিকের ঘাম
যেভাবে রাষ্ট্র বোঝে না প্রজার পকেট
শিকারি বোঝে না রক্তের দাম
যেভাবে রোদ বোঝে না সূর্যের জ্বালা
প্যাঁচা বোঝে না রাতের আঁধার
যেভাবে মাটি বোঝে না ফসলের স্বাদ
জল বোঝে না কূলহীন সাঁতার
সেভাবেই চিত্ত বোঝে না মালিকের বিলাপ
জড়িয়ে মায়ায় সারাক্ষন রচে অন্যের প্রলাপ
বিশ্রী আবেগ কুড়িয়ে হাজার পাঁজরে বয়ে
খেয়ে নেয় জল সস্তা প্রেম ধুয়ে ধুয়ে