প্রেম বলে কিছু চাইনি কোনোদিন
এই প্রেম পাপ তখনও করা হয়নি

যত্নে যত্নে পাহারা দিয়েছি আবেগ
চুরি হয়নি কিছুই

কোনো এক অজ্ঞাত মেয়ের স্নেহ
ফুল হয়ে ঝরুক

এখন কর্পূর হয়ে উবে যেতে চায় মন
তুমি চোর হয়ে এসো
আমার ক্লান্তি তোমার ঝুলিতে
আমিই সাজিয়ে দিই