যারাই আসে একে একে
সবারই বেড়ে দিই প্রেম ব্যঞ্জন
কাউকেই বাদ দেওয়া যায় না কিছুতেই

সন্ন্যাসীরা আসেন, আসেন ভগবান
দুষ্কৃতীরাও আসে

কুড়িটি বছর পর তুমিও এসে বসো

তুমিও কিন্তু চেখে দেখে যেও সামান্য
কাঠ চুলোকে বাঁশ দিয়ে রাঁধা পরমান্ন