আঙুলের মাঝে জড়িয়ে কলম
বন্ধ চোখ
অন্ধকার দৃষ্টি
ঝুঁকে পড়ছে মাথা
কান পাতলে
ধক্ ধক্. . . ধক্ ধক্
আর কতটা একা হওয়া যায় ?
কোথায় যেন খেলার মাঠ
বাচ্চাদের চিৎকার
কাছেই কোথাও দুই বৃদ্ধের
রাজনৈতিক তরজা
কাঠ কাটে দোকানদার
কেউ কেউ ভালোবাসে
কেউ কষছে ফন্দি
বদলা নেবে বলে
একলাইন
অসাড় আঙুল
আরেক লাইন
কফিনবন্দী মন
আরও এক লাইন
কবিতার সৃষ্টি |
মাথাও এতক্ষণে
গিলেছে পাতায়
ভিড়েছে আরও অনেকে
কাছে আসছে মাঠ
তরজাও তুঙ্গে
ভাঁজ পড়েছে বিছানায়
রক্তে ভিজেছে মেঝে
সবের মাঝে খুঁড়ছি কবর
ডায়রি আমার ভালোবাসা নিও...
কোলাহলে হারিয়েছে মন
কবিতায় রাখছি দেহ ।