আমার শয্যা জুড়ে অধিক সুবাস,
ধূপ, রজনীর ভীড়।
চেড়া বাঁশে শ্বেত রঙে আজ ,
শব রয়েছে স্থির।
তাই উঠোন জুড়ে অশ্রু নদী ,
দন্তবিকাশ করতে বারণ।
রজ্জুবদ্ধে বন্দী আছি,
করে তুলসী, তুলো অঙ্গে ধারণ।
আমার অধমাঙ্গে আলতা রাঙা,
তোদের বেরঙ চোখের জল।
শেষ যাত্রায় দোল খেতে চাই,
খৈ ছিটাবি চল।