থাক তবে তুই অন্ধকারে,
আমি আলোর খোঁজে যাই।
এই পাষাণী খড়কুটো তে,,
আমি কসবী গন্ধ পাই।।

নগ্ন কায়া দেখবো না আর,
লুকিয়ে রাখিস উপাদানে।
সত্যি যদি পাথর কেটে,,
সহচরী রাস্তা টানে।।

অভাব তো তোর ঘুচেই গেছে,
তবু কেনো চপলতা?
গাত্রবর্ণ ঝুলবে যেদিন,
বুঝবি নিজ ব্যর্থতা।।

দেখবি সেদিন শয্যা জুড়ে,
ছাড়পোকা-দের বাস।
চিমটি কেটে বলবে না কেউ,,
একটু মুচকি হাস।।

অতীত জলে ভরবে আঁখি,
ঘিঞ্জি হবে কালসিটে।
বিবেক দেবে উষ্ম হয়ে,
নখের আঁচড় হৃদস্লেটে।।