কৃষক
সূর্যের তীক্ষ্ণ ধারালো রশ্মি ছিন্ন করে পৃষ্ঠ গুন্ঠন,
পাদতলে উত্তপ্ত ভূমি জানান দেয় অস্থিরতা।
ঘর্মাক্ত পরিস্থিতি, কন্ঠ চায় বিন্দুমাত্র জল কনা,
আর দুচোখ খোঁজে মেঠোপথে ঘুঙুর বাজা কলমিলতা।
একান্তে দাঁড়িয়ে থাকা অশ্বত্থ অবিচ্ছেদে ডেকে চলে,
পাষাণ দারিদ্র্যতা জোড়া পায়ে জরায় কাঁটাগাছ।
ক্ষুধার্থ পেটে গামছা খানি আষ্টেপৃষ্টে বাঁধা,
ওই শ্যামল বনানী ঢেকে ফুটে উঠবে কি বধূর নবসাজ?
আলতা রাঙা নগ্ন অধমাঙ্গ স্পর্শ করে ঝলসানো লাল মাটি।
ঘোমটা টানা শাড়ির খুট দন্তে চিবিয়ে দুহাত এগিয়ে দেয়,
দ্বিপ্রহরে চাষের শেষে নববধূর বয়ে আনা পান্তা ভাতের বাটি।