রজ্জুবদ্ধে সন্নিবদ্ধ কিশোর, গালে শুকনো অশ্রু নদীর দাগ।
জনবহুল ক্ষিপ্ত সবে, কষিয়ে ত্তঁচান ব্যক্ত করে রাগ।
পথচারী যত কানাঘুষো শুনে-ছুড়ে দেয় ঘৃণা অবহেলা,
মঁজরী ছুঁয়ে বেজে ওঠে সাইরেন; দাড়োগা, নাকি হরবোলা?
চক্ষু সম্মুখে সমবেত কন্ঠে,চোর চোর কলরব।
অন্তঃকরণ মুচড়ে মনন-
বেঁচে থাকবে কি অবয়ব?
চুরি করা শুকনো রুটির টুকরো,
ধুলিময় খাচ্ছে লুটোপুটি,
মিহিদানা গুলো সব অবিরত গিলে খায়,
কতশত জোরা জুতো চটি।
রশি কষে বাঁধা কাঁকে, দাড়োগার গাড়ি চড়ে,
শ্রীঘরে চলেছে কিশোর।
ছলছলে আঁখি মায়াভরা মুখ,
তবে আসলে সে ক্ষুদে চোর।