আজকে যখন লিখতে বসি,
হারিয়ে ফেলি ভাষা।
কাগজ করে প্রহসন!
দেখে ফাউন্টেনের দুর্দশা।
বেশ হয়েছে,
কলমটাকে আলতো করে রাখিস কভু বুকে..?
তিন আঙুলে জোরকদমে ঘষিস মনের সুখে।
পাঁজর জুড়ে পেনের খোঁচায়, জ্বলতে থাকে কায়া,
পাষন্ড তুই তোর হৃদয়ে একটুও নেই মায়া।।
আমার আর্তনাদের সারা যদি বহিঃপ্রকাশ পেতো,
তোর রাজ-হংসী উঠতো কেঁদে, কেমন মজা হতো!!
যখন তোর অন্তঃকরণ ফুঁপিয়ে ওঠে!
দুঃখ চাপাস আমার বুকে,
বিশ্বাস কর বড্ড লাগে,
তবুও শুনি মনের সুখে।
বেদনা মোর অঙ্গে থাকুক নেই তো চিত্তক্ষোভ,
আমার স্বচ্ছ দেহে রাখিস কলম করবো না
বিক্ষোভ।