"স্বাধীনতা"
অনেক কালো রাত পেরিয়ে ওত্তাচারের ভিড়ে;
গুটি কয়েক সাহসী মন প্রতিবাদের সুরে।
মাতৃভূমির মান রেখেছে করে রক্ত আত্মাহুতি,,
জাতের গন্ধ কেউ শোঁকেনি- ছুটেছে স্বাধীনতার প্রতি।
তবে আজকে কেনো তরুণ জীবন অগ্নি স্রোতে পোড়ে...???
বামাবর্তে ঘুরছে সমাজ ধর্ম ধর্ম করে।।
পিপাসিত মন, উত্তর দাও-
যারা সিংহ দুয়ার আছো জুরে!!
মোরা পরাধীন কি স্বাধীন যুগে
পিশাচ রাজার ভিড়ে..???
পা কাটা তাও আড়াই চালে,
মন্ত্রী খাবে ঘোড়া।
নোড়লে টনক বুঝবে রাজা,
পাবে প্রজার আর্তনাদের সারা।
সেদিন আবার জ্বলবে মশাল,
আকাশ জুড়ে উড়বে ফানুস।
স্বাধীনতার নতুন স্বাদে,
রাজার বিনাশ দেখবে মানুষ।।