উদাস দুপুরে নিকট সুদূরে পূবের জানালা ধরে;
রবির কিরণ প্রতিভাসে আজ মনের গভীর ঘরে।
চায়ের পেয়ালা হাতে নিয়ে তাই ভাবনা বিকাশে রত;
নিমগ্ন মন নিবিড় চিত্তে মনন সৃজনে ব্রত।
খুঁজে তো পাইনা ঋদ্ধ কবিরা কিভাবে যে গাঁথে ছন্দ!
শতবার ভেবে দেখেছি আমার কল্পনা দ্বার বন্ধ।
কতো প্রচেষ্টা কতো যে প্রয়াস ভাসাবো ভাবনা তরী!
পারিনি আঁকতে কবিতার ছবি যতোই রচনা পড়ি।
রাত পার হয়ে ভোর হয়ে যায় খুলেছি পদ্য খাতা;
উপসংহারে দেখি পুরোটাই বর্ণশূণ্য পাতা।
______ সুমন শামসুদ্দিন/ মার্চ ২০২২