শিহরিয়া উঠি তুমি কুহুকুহু ডাক;
প্রতিক্ষণে পলকে যে সুখছবি আঁক।
দেহযষ্টি পলে পলে বাঁকে বাঁকে নাচে;
ঘন ঘন প্রতি শ্বাসে কপোলেরই আঁচে।
কেশবতি পদে পদে ঢাকো মুখখানি;
দুরু দুরু কাঁপে বুকও দুটি আঁখি রানী।
উরু গলে চিবুকেও ঘামে ভিজে কাঁধ;
আলিঙ্গনে নিষ্পেষণে মানে নাকো বাঁধ।
ভালোবাসা অভিসারে মাতোয়ারা ঢলে;
চখাচখি মধুরিত মাতামাতি চলে।
রক্তজবা নিংড়ে পড়ে সুখনদী ধারা;
পরিনীতা স্বর্গবাসে বৃথা তুমি ছাড়া।
_____ সুমন শামসুদ্দিন/ এপ্রিল ২০২২