নিস্পন্দ প্রাণ
———————
ব্যথাটা বুকে নয়
ব্যথাটা মনে,
মনের অতল গহীনে
সূক্ষ চিনচিনে!
ব্যথাটা না পাওয়ার
অথবা পাওয়ার;
হয়তোবা পাওয়া
এবং না পাওয়ার!
যা ছিলো চাওয়া
যা হয়নি পাওয়া,
কিংবা হয়েছে পাওয়া
যা ছিলো না চাওয়া!
মাঝে মাঝে ডুবে যাই
রহস্যময় গভীরে,
কখনো হারাই
উদ্ভ্রান্ত অধীরে!
সবকিছুই রঙিন
ভেতরে সাদাকালো,
যখন দুর্বোধ্য
তখন সবই কালো!
কখনো প্রচন্ড ঝড়
পৃথিবীটা পাড়মাতাল,
প্রচন্ড বাতাসে
বৃক্ষরাজি উন্মাতাল!
হঠাৎ কাউকে
চিনতে ইচ্ছা হয় না,
হয়তো কাউকে
কখনোই চিনি না!
জমানো অসীম
অব্যক্ত কথা,
হৃদশূন্য ঘর
নিদারুণ ব্যথা।
কালো হৃৎপিন্ড
নীলাভ লহু!
প্রেমহীন প্রাণ
প্রেমার্ত বহু।
ক্ষুদ্র জীবন
শরুতেই শেষ,
তবুও হাঁটি
তবুও আছি বেশ!
___ সুমন শামসুদ্দিন || অক্টোবর ২০২২