ফুটলো কদম ফুল (পানতুম কবিতা)
বাদল ঝরা সিক্ত ধরা ফুটলো কদমফুল;
এমন দিনে নিগূঢ় মনে তোমার ছোঁয়া পাই।
বর্ষামুখর হৃদয় উদাস পাইনা খুঁজে কূল;
বাদল নিশি বিষণ্ণ আজ তোমায় কাছে চাই।
এমন দিনে নিগূঢ় মনে তোমার ছোঁয়া পাই;
প্রবল ধারায় ঝরছে যখন শীতল আমার মন।
বাদল নিশি বিষণ্ণ আজ তোমায় কাছে চাই।
গহীন রাতে একলা বসে ভাবছি অনুক্ষন।
প্রবল ধারায় ঝরছে যখন শীতল আমার মন।
প্রনয়িণী আমার প্রিয়ার নাই তো কোন তুল;
গহীন রাতে একলা বসে ভাবছি অনুক্ষন।
বাদল ঝরা সিক্ত ধরা ফুটলো কদমফুল।
_____ সুমন শামসুদ্দিন/ মার্চ ২০২২