বিযোজিত পিতার ফাঁসি ।। সুমন শামসুদ্দিন
————————————————————————
বাংলাদেশের যুদ্ধশিশুদের নিয়ে লেখা কবিতা
————————————————————————
আমার রক্তের প্রতিটি অণুচক্রিকায় এখনও বারুদের গন্ধ!
বাহাত্তর থেকে বাইশ; অর্ধশত বছর ধরে-
তোমাকে খুঁজে চলেছি!
পৃথিবীর যেকোনো ভূখণ্ড, মর্ত্যলোক অথবা ঊর্ধ্বলোকে-
যেখানেই থাকো তুমি, তোমাকে এনে
মহাকালের কাঠগড়ায় দাঁড় করাবোই!

পিতৃপরিচয়হীন আমি
হয়তো বেঁচে আছি, হয়তো বেঁচে নেই!
কিন্তু নিকৃষ্টতর বিযোজিত পিতার
বিচার না হওয়া অবধি আমি যে অমর!
জন্মাবধি বিবেকের দরজায় কড়া নাড়তে নাড়তে
আমি আড়ষ্ট, অভিঘানিত!
চির-অভিশপ্ত পিতার কল্যাণে-
সকল দ্বারদেশই আমার জন্য অবরুদ্ধ!

মা! তুমি কি কাঁদছো আমার জন্য?
কেঁদো না বীরাঙ্গনা মা আমার!
দেখো আমি কীরকম রুদ্ধশ্বাসে ছুটে চলেছি
তোমার রক্তের শ্বেতকণিকা হন্তারকের খোঁজে?

প্রতিটি কুণ্ঠাহীন ক্ষণকাল-
আমি সেই দণ্ডার্হ অপরাধী পিতার
মৃ্ত্যুচিৎকার উদযাপনের অপেক্ষায় আছি!
পূর্ব থেকে পশ্চিম; অথবা যেকোনো ভূখণ্ডের
পৃষ্ঠতল কিংবা সমাধিস্থল; যেখানেই থাকুক;
ক্রান্তিকালের ধর্মশালায়-
একাত্তরবার তার ফাঁসি দিয়েই অনিরুদ্ধ আমি হবো ক্ষান্ত!
--------------------------------------------------
সান ফ্রানসিসকো ।। ডিসেম্বর ২০২২