আলোকিত মন ॥ সুমন শামসুদ্দিন
———————————————
বাবা বলে, বড়ো হলে
          হতে হবে মোক্তার,
বলেছে মা, খুশি হবো
          যদি হোস ডাক্তার।
বড়োবুবু ডেকে বলে,
          হও ইঞ্জিনিয়ার,
মামা ভাবে, তার প্রভাবে
          পাই যেন চেয়ার!

ক্লাসে গেলে, স্যার বলে
          বইপত্র পড়তে,
বল নিয়ে মাঠে গেলে
          জোড়াগোল করতে!
অসময়ে বন্ধুরা
          ডাক দেয় খেলতে,
বিকেলেতে দাদু এসে
          বলে রুটি বেলতে!

চাঁদ বলে চুপিসারে,
          চিন্তা না করতে
চাচ্চুটা শেষে বলে
          অঙ্কটা ধরতে।
সূর্যটা হেসে বলে,
          কেন এত ভাবনা?
ইচ্ছেটা যার যত
          যায় বলে যাক না!

এতকিছু হওয়া ভেবে
          মাথা গেল গুলিয়ে,
অতি বড়ো হতে ব’লে,
          সব দিল ভুলিয়ে!
কোন দিকে যাবো আমি?
          কোনঠাসা হয়েছি!
বোকাসোকা ভাব ধরে
          গোলমাল সয়েছি!

এলোমেলো মাথা নিয়ে
          ভাবি বসে চুপচাপ!
ভেবে কিছু না পেয়ে,
          শুধুশুধু দৌড়ঝাঁপ!
ছোটো বলে ভেবো নাকো
          আমি বোকা হদ্দ,
বেলাশেষে লিখে দেবো
          বড়ো হওয়া পদ্য!

বুদ্ধিটা ভেবে বলে,
          হও আলোকিত মন,
শিশুকালে শুধু হোক
          বিদ্যেটা অর্জন।
__________ মার্চ ২৯, ২০তেইশ