কালের লিখন
--------------
কালের লিখন মুক্ত ভাষণ সর্বযুগে বয়
জ্ঞান পিয়াসী সর্বভাষী গুণীজনে কয়!
কালের লিখন কাব্য যথা
ছন্দ মোহ পুঁথি গাঁথা
বর্ণগীতি রচন কৃতি সব করিলো জয়।
একুশ
----------
একুশ ছিলো একুশ রবে একুশ আমার অহংকার,
একুশ মানে বাংলা রূপক প্রাণের ভাষার অলংকার,
বিশ্বভূমি চরাচরে
মধুর ভাষা চর্চা করে
একুশ প্রেমে মত্ত আমি ফেব্রুয়ারির অঙ্গীকার।
কবি
----------
কবি তুমি জীবন পটে আঁকছো ছবি কতো
কল্পনাতে গড়ছো কাব্য অজর গাঁথা যতো,
তোমার শত অমর সৃষ্টি
তোমার পদ্য রূপের কৃষ্টি
তোমার তথ্য অনিরুদ্ধ নিশুণ আলোর মতো।
বধুর সাজ
-----------
একশো গাছের জুঁই চামেলি এনে দেবো আজ
নয়নতারা লাল চেরিতে সাজবে তোমার তাজ,
সূর্যমুখী সোনালু আর দোপাটিতে
শিউলি জবা বেলি তোমার খোপাটিতে,
হাজার ফুলে শোভা পাবে আমার বধুর সাজ।
অতল অবহেলা
---------------
একটি সারস উড়ছে একা শূন্য জীবন বেলা
নদীর ধারে অল্প জলে মাছ করে না খেলা!
ঐ পাড়েতে হাঁটছো একা তুমি
এই পাড়েতে স্থির দাঁড়িয়ে আমি
মধ্যে বহে নীরব নদীর অতল অবহেলা।