তুমি আমার শক্তি
সুমন প্রধান

তোমাকে বলেছিলাম আমার পাশে থেকো,
তুমি একটু দুষ্টামি করে বল্লে আমি বেইমানি করবো,
আমি ঘষেটি বেগম !
আমি বল্লাম তাহলে আমি মীর জাফর।

তুমি বল্লে আমি লুৎফুন্নেছা,,,
আমি বল্লাম,আমি নবাব সিরাজউদ্দৌলা।

তুমি বল্লে আমি মমতাজ,,
আমি বল্লাম, তাহলে আমি সম্রাট শাহাজাহান।

তুমি বল্লে আমি রজকিনী,,,
আমি বল্লাম, আমি চণ্ডিদাস।

তুমি বল্লে, আমি জুলেখা,
আমি বল্লাম, আমি ইউসুফ।

পরিশেষে যখন তুমি বল্লে পাশে আছি,,
তখন জীবন যুদ্ধে আমি এক সাহসী বীর যোদ্ধা আমার আর ভয় নেই,,