তোমার চলে যাওয়া
___সুমন প্রধান


তুমি চলে যাওয়ার পর বুঝেছি
ভালোবাসা কি।
তোমার স্পর্শের উষ্ণতা,
তোমার কথার মায়াবী সুর,
তোমার চোখের গভীরতা—
সবই যেন আজ এক শূন্যতার সঙ্গীত।

তুমি ছিলে বলেই বুঝিনি,
কতটা মূল্যবান তুমি।
তোমার হাসির একটুখানি আলো,
আমার পৃথিবীকে করেছিল আলোকিত।
তুমি ছিলে আমার আকাশের তারা,
আমার নির্জন জীবনের স্বপ্ন পুরী।

তুমি চলে যাওয়ার পর বুঝেছি
ভালোবাসা মানে—
নিঃস্বার্থ অপেক্ষা,
না দেখা স্বপ্নকে আঁকড়ে ধরা,
একসঙ্গে বোনা প্রতিশ্রুতির জাল।

তোমার অভাবে,
ঘরটা যেন আজ শুধুই ইট-কাঠের খাঁচা।
শব্দহীন রাতের অন্ধকারে,
তোমার নামই বাজে সুর হয়ে।

তুমি চলে যাওয়ার পর বুঝেছি,
ভালোবাসা কি।
এটা শুধু প্রাপ্তির নয়,
এটা গভীর ত্যাগের,
গভীর বিশ্বাসের,
গভীর যন্ত্রণার—
যা হৃদয়ের প্রতিটি কোণে চিরকাল গেঁথে থাকে।