সূর্যমুখী স্বপ্ন
_____________সুমন প্রধান
তুমি কি জানো_ হেমন্তের প্রভাত,
কত গল্প বলে তোমার কানে?
এই হলুদ রঙের ক্ষুদ্র কুসুম,
বহন করে সূর্যের আহ্বানে।
পল্লবের মাঝে মুক্তির গান,
প্রকৃতির রঙিন আঁকিবুকি।
স্বপ্নেরা খেলে স্নিগ্ধ হাওয়ায়,
হৃদয়ে জাগে আশা অটুট।
সূর্যের দিকে মেলে চাহনি,
তুমি বাঁচাও অন্ধকার রাত।
জীবনের পথে দাও দিশা,
তোমার আলোতেই জাগে স্বপ্নসাথ।
তুমি এক নীরব বিদ্রোহী,
সৌন্দর্যের এক অন্য ভাষা।
তোমার হাসিতে প্রকৃতি পূর্ণ,
তুমি দিলে হৃদয়ে ভালোবাসা।
____________সুমন প্রধান