সঠিক পথের আহ্বান
  সুমন প্রধান
আল্লাহর পথ থেকে সরে গেছে মানুষ,
নতুন নতুন পথে যাওয়ার লোভে,
আল্লাহ আর নবীর নির্দেশ ভুলে,
অন্ধকারে চলে, খুঁজে নিজের নির্মম ভাগ্য।

পাপের কাজ আর গোপনে নয়,
প্রকাশ্যে চলে, গর্বের সাথে ,
ধর্মের শরণে কেমন যেন ঢেউ,
নিজের পরিচয় হারিয়ে গেছে,
হয়ে গেছে অবসন্ন, তাদের বীরত্বের ইতিহাস।

তারা ছিলো এক সময় অটুট জাতি,
হযরত আলীর তরবারী ছিলো তাদের সাহস,
আজ সিংহের মত গর্জে ওঠা জাতির সন্তান,
তারা অনুসরণ করে অজ্ঞানের পথ,
কাফির মুশরিকদের আদর্শে বিভ্রান্ত,
হায় আফসোস, হায় লজ্জা,
নিখোঁজ নৈতিকতা, পথে বাঁধাহীনতা।

ভুল ধারণায় চলে সমাজ আজ,
প্রতিদিন বদলাচ্ছে জীবনের রঙ,
কী হবে এই পথে, কোন আখিরাতের দিকে?
সময়ের নির্মম ধ্বনি, সমাজে এক দিশাহীনতা।

তবে, যদি ফিরে যাই আল্লাহর কাছে,
আল্লাহ নবীর পথে শান্তি আসবে,
দুর্দশা থেকে মুক্তি কেবল সেই পথে,
তখনই ফিরে আসবে সমাজে শুদ্ধতা,
পবিত্রতা, সম্মান, মঙ্গল, শান্তি ও শৃঙ্খলা।