স্মৃতির ছায়া
____সুমন প্রধান

তোমার হাত ধরে হেঁটেছিলাম বাঁকা সেই পথে__
শিশির ভেজা ঘাস মেখে পা ছুঁতো নরম মাটিতে।
তোমার হাসিতে ছিলো এক অদ্ভুত আলো,
মনে হতো__যেন জীবন পেয়েছে নতুন প্রণালো।

সেই সন্ধ্যাগুলো আজও স্মৃতির গহীনে বাসা বাঁধে__
তোমার কণ্ঠের সুর যেন বাতাসে মিশে কাঁদে।

তোমার চোখে যেই স্বপ্ন আঁকা ছিলো আমার জন্য,
আজ সেগুলো অন্য কারো জীবনে দিয়েছে জায়গা__
অগোচর আমার সঙ্গ।

তোমার চুলে ফুল গুঁজে,
আমরা মেতেছিলাম খুনসুটিতে__
মাঝে মাঝে চাঁদও যেন লজ্জা পেতো আমাদের একান্তে।
তোমার মনের কথা শুনতাম গভীর রাতে__
আজ সেই কথাগুলো হারিয়ে গেছে,
এখন কেবল সেইসব স্মৃতির প্রাচীর ঘিরে।

তোমার জীবন আজ নতুন রঙে রঙিন,
আমি রয়ে গেছি ধূসর ছায়ায়__স্মৃতি বিনিময়হীন।
তোমার নাম আজো শিহরণ তোলে বুকে__
কিন্তু সেই নামের ডাকে তুমি আসবে না ফিরে।

তোমার চুড়ির আওয়াজ,
হাসির প্রতিধ্বনি,
আমার নিঃশব্দ রাতে বাজে সুরহীন সঙ্গীতে।
তুমি ভালোবাসতে আমায় তোমার সমগ্র দিয়ে,
আমি দেখিনি তখন__ তাই আজ হারিয়ে বেদনায় নত হয়ে।

তোমার হাত ধরতে পারিনি,
আমি ব্যস্ত ছিলাম মিথ্যে অহংকারে,
তুমি পেরিয়ে গেলে দূরের পথে,
অদেখা এক ধারে।
আজ তোমার জীবনের সুখের গানে বেজে ওঠে অন্যের নাম,
আমি রয়ে গেছি একা, তোমার স্মৃতির শূন্য প্রাঙ্গণ।

জানি__
তোমার কাছে আমার চাওয়ার কিছুই নেই আর,
তোমার ভালো থাকা হোক আমার শেষ অঙ্গীকার।
তবু এই হৃদয় চায় সময়কে ফিরে পেতে__
তোমার সেই ভালোবাসা আমায় নতুন করে বাঁচাতে।