প্রতিজ্ঞা
______সুমন প্রধান

প্রতিটা ভোরে-- রৌদ্র ছায়ায়__

থাকব পাশে-- হাতটি ধরায়।

তোমার দুঃখ-- তোমার হাসি__

আমার মনেই রবে বাসি।

সময় বদলাক, থাক না থাক সুখ__

ভালোবাসা হবে অটুট এক দুখ।

শপথ রইলো--  হৃদয় জুড়ে,

তোমারই সাথে পথ চলবো উড়ে।