অপেক্ষা
_____ সুমন প্রধান)

সমস্ত হৃদয়ে বেয়ে যায় স্মৃতির স্রোত____
প্রত্যাশার চোখে ভেসে যায় ____
কত শত দিন, কত শত রাত।
আশায় বাঁচি,অপেক্ষায় মরি,
অভিমানী প্রিয়____
কোথায় তুমি?
কোথায় তুমি?