অনির্বচনীয় তুমি
____সুমন প্রধান
নিস্তব্ধ মনের গহীনে তুমি,
অবিচল এক স্বপ্নের ছবি।
শব্দহীন রাতের নির্জন সুরে,
তোমার ছোঁয়া পাই মনপুরে।

অকারণ ভালোবাসার মতো,
অব্যক্ত ভাষার নিবিড় জ্যোতি।
তুমি অনন্ত, তুমি অসীম,
আমার চেতনার নীরব গীতি।