অন্ধ সমাজ
_________সুমন প্রধান
এই সমাজের চোখ কি সত্যিই অন্ধ?
না কি লজ্জায় মুখ লুকায়!
রক্ত ঝরছে, কান্না ভাসছে
কেউ কি তা শুনতে পায়?
রাস্তার ধুলোয় লুটিয়ে পড়ে__
একটি তাজা কিশোরী প্রাণ।
চিৎকার করে, বাঁচতে চায়—
কিন্তু পাষাণ দেখে অবহেলায়!
বাড়ির কোণে লুকিয়ে থাকে একটা শিশু——
কাঁপে ভয়– ওরই আপনজন নখ বসায়—
ওরই আর্তনাদ শূন্যে রয়!
স্কুলের বেঞ্চে স্বপ্ন জাগে
নবীন কুঁড়ির হাসির সুর––
কিন্তু অমানুষের নোংরা চোখে ভেঙে যায় সে স্বপ্নপুর!
বিচার হয় কি?
শাস্তি পায় কি?
তাদের তবু ঘুম আসে
অন্যায় করা নরপশুরা চলে ফেরে সমাজের পাশে!
ওহে সমাজ!
কবে জাগবি?
কবে বলবি -- না আর নয়--?
কবে কন্যা হাসবে নি:শঙ্ক
কবে দূর হবে ভয়?
যেদিন হবে প্রতিরোধ__
যেদিন জ্বলবে ক্রোধের আগুন__
সেদিন বুঝবি সেদিন জানবি—
নারী কোনো ভোগ্য বস্তু নয়__
সে এক মহাশক্তি __
এক দিগন্ত বিস্তৃত পূর্ণিমা!