দূরপাল্লার গতি যখন পাগল ঘোড়া,
সড়ক তখন মৃত্যু ফাঁদে রূপ নেয়,
অন্ধকার মোড়ে থমকে যায় শ্বাস,
চিৎকার মিশে যায় বেপরোয়া গতির রুদ্ধ চক্রে।

হেডলাইটের আলোয় ছায়া আঁকে মৃত্যু,
রক্তমাখা লোহা আর ভাঙা চাকার গান,
পথের বুকে পড়ে থাকে কারো স্বপ্ন,
কেউ হয় অনন্ত যাত্রার যাত্রী সেদিন।

বাসের নিচে চাপা পড়ে এক জীবনের গান,
চেনা হাসি মুছে দেয় বেপরোয়া হাত,
কোথায় ছিলো ভুল—কাজে, বেপরোয়ায়, নাকি ভাগ্যে?
প্রশ্ন থমকে দাঁড়ায় পথের ধারে।

তবু সড়ক জানে না বিরতি,
গাড়ি চলে, সময় গড়ায়,
মৃত্যুর গল্প চাপা পড়ে সংবাদে,
তবু কি থামবে না এই অকারণ মরণ?

প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে,
থাকুক নিরাপত্তার আলো জ্বালানো,
জীবনটা মূল্যবান, মনে রাখুক সবাই—
পথ যেন হয় শান্তির, মরণের নয়।