নির্লজ্জ পৃথিবী
সুমন প্রধান
নিষ্প্রাণ এই পৃথিবী
বিবেক হয়েছে নির্বাক__
গাজার শিশুর লাশের পাশে দাঁড়িয়ে—
শান্তির দূতেরা আজও হাসে নির্বিকার!
কে বলে সভ্যতা বেঁচে আছে?
কে বলেছে ন্যায়বিচারের আইন আছে ?
যেখানে বারুদের নিচে পিষে মরে—
একটি শিশুর অবুঝ অধিকার!
বিশ্ব মোরল কোথায় আজ?
তারা কি বোবা নাকি কানা?
তাদের চোখে শুধুই স্বার্থের হিসাব
তাদের হাতে রক্তের বায়না!
তারা দেখে তবু কিছু বলে না__
তারা জানে তবু সত্য বলে না!
কারণ শয়তানের সঙ্গে তাদের চুক্তি মানবতার রক্ত—
তাদের কাছে অমূল্য মুদ্রা!
নির্লজ্জ বেহায়া এক বিশ্বব্যবস্থা_
মানবতার মুখে আজ কালো ধোঁয়া।
গাজার শিশুরা রক্তে ভাসে_
আর বিশ্ব মোরল—দেয় না তোয়া!
শান্তির নামে সভা বসে__
বড় বড় বুলি নিয়ম-নীতি_
কিন্তু চোখের সামনে মৃত্যুর মিছিল__
তবুও থাকে ওদের নীরব স্মৃতি!
কে আজ বিচার করবে?
কে তুলবে সত্যের হাত?
নাকি সবকিছু নষ্ট হয়েছে?
বিকিয়েছে বিবেক–বিকিয়েছে প্রভাত?
ওরা দেখে তবু চুপ থাকে–
ওদের কাছে ন্যায়ের দাম নেই–
ওরা স্বার্থের কাফনে মোড়া
ওদের চোখে কোনো জল নেই!
হে আল্লাহ!
সত্যের জন্য আমাদের দাঁড় করাও–
হে আল্লাহ!
মজলুমের কান্নায় বিশ্ব কাঁপাও!
হে আল্লাহ!
এই জালিমদের তোমার ন্যায়বিচারে ধ্বংস করো!
হে আল্লাহ!
তুমি ন্যায়বিচার করো--
হে আল্লাহ!
তুমি জালিমদের ধ্বংস করো!
হে আল্লাহ!
তুমি শহীদদের রক্তকে—
প্রতিরোধের অগ্নি করে তোলো!
গর্জে উঠবে মজলুমের কণ্ঠ
জালিমের সিংহাসন ছাই হবেই!
প্রতিবাদ জেগেছে —
জুলুমের পতন হবেই হবে ইনশাআল্লাহ !