মুগ্ধ প্রকৃতি
সুমন প্রধান
আল্লাহর সৃষ্টি, সীমাহীন রূপ,
জীবন জুড়ে ছড়ায় যাহার ছন্দের সূর্য।
নীল আকাশে ভাসে মেঘের খেলা,
সূর্যের রশ্মিতে পৃথিবী হলো উজ্জ্বলা।
সবুজ ঘাসে শিশিরের চুম্বন,
ফুলের মধুতে মৌমাছির কল্পন।
গোলাপ, বেলি, রজনীগন্ধা,
তুলে আনে সৃষ্টির মধুর বেদনা।
পাহাড়ের কোলে জড়িয়ে মেঘ,
জলের কণায় খেলে রোদের রাগ।
নদীর স্রোতে বয়ে যায় গান,
প্রকৃতি যেন গায় সৃষ্টির গান ।
বনের গহীন পথ, সজীব ছায়া,
পাখির ডাকে ভোরের আয়োজন সাড়া।
ফলভরা ডালে জীবনের আহ্বান,
মাটির বুকে যেন সৃষ্টির অর্ঘ্য দান।
রাতের তারা, চাঁদের আলো,
অন্ধকারেও ঝলমল সেই আলো।
প্রতিটি মুহূর্তে আল্লাহর নিদর্শন,
সৃষ্টির মাঝে খুঁজে পাই নির্জন।
জীবন যেন স্রষ্টার এক দান,
প্রতিটি নিঃশ্বাসে তাঁরই সম্মান।
এই ধরণী তাঁর অপার দয়া,
আল্লাহর মহিমায় ভরে যায় হৃদয় মুগ্ধতায়।