মায়াবী ঘুম
           সুমন প্রধান

ওর নাম কি জানি না, তবু মনে ভাসে,
শান্ত ঘুমে ডুবে গেছে শিশুটি যে পাশে।
চোখে তার স্বপ্ন খেলা, মুখে মিষ্টি হাসি,
এমন দৃশ্য হৃদয় ভরায়, বারবার ভালোবাসি।

পৃথিবীর সকল মায়া যেন ওরই জন্যে,
তোমার ঘুমে স্বর্গ সেজে থাকে অনন্যে।
তোমার ওই ছোট্ট হাতের নরম কোমল ছোঁয়া,
ভালোবাসার গান গেয়ে যায় বাতাসের মধু সুরে।

তুমি ঘুমাও শান্তি নিয়ে, স্বপ্নের দেশে,
আমরাও দেখি তোমার ছায়া এক অমলিন বেশে।
তোমার এই ছোট্ট জীবন হোক আলোকিত,
পৃথিবীর আলো হয়ে থাকো তুমি সর্বাধিক।
তোমার কোমল মুখ দেখে অনুপ্রাণিত হই বারবার।