মাটির শপথ ও বাবলুর বীরত্ব
____________সুমন প্রধান
কাস্তে হাতে কাঁপছে না হাত,
সীমান্তে দাঁড়িয়ে বাংলার প্রহরী,
ধেয়ে আসছে শত্রুর দল,
তবুও চোখে ভয় নয় চোখে সাহস নিয়ে —
বাবলু তুমি দেখিয়েছো সাহসের ছবি।

সীমান্তের প্রান্তে, মাটি-আকাশে
দেশের জন্য তুমি সশস্ত্র,
কোনো শত্রু তোমাকে থামাতে পারবে না,
তুমি জানো মাটির প্রতি তোমার শপথ—
এ মাটি, এ দেশ রক্ষা হবে।
যতক্ষণ তুমি বেঁচে থাকবে,
যতক্ষণ তোমার কাস্তে থাকবে,
ততক্ষণ কোনও শত্রু অগ্রসর হতে পারবে না।

তুমি কৃষক, কিন্তু তুমি এক সৈনিক,
তোমার ঘামে মিশে থাকা দেশের গর্ব,
তোমার সংগ্রাম, তোমার দৃঢ়তা,
এক সুরেলা বীণা, যে বীণায় বাজে দেশপ্রেমের গান।

বাবলু তুমি হয়ে উঠেছো
এ দেশের সত্যিকারের চিত্র,
এ যে তোমার কাস্তে,
এ যে তোমার বীরত্ব,
এ যে আমাদের সাহস,
আমাদের অঙ্গীকার।
বাবলু তুমি আমাদের জন্য,এক অমর দৃষ্টান্ত,
এক প্রেরণার নাম।

আমরা তোমার পদাঙ্ক অনুসরণ করতে চাই,
বাংলার মাটি, বাংলার আকাশ,
যতটা তেজে, ততটাই সাহস—
বাবলু তুমি শিখিয়েছো___
বাংলার কৃষক,বাংলার প্রকৃত সৈনিক।