মানব জাতি
------সুমন প্রধান
মানুষ মোরা এই ধরাতে
এটাই বড় পরিচয়,
জাতি ধর্ম ভুলে গিয়ে-
করবো মোরা জয় |
ধর্ম নিয়ে বাড়াবাড়ি আর
করবো নাকো ভাই,
এই সমাজে বাস করে যারা-
সবাই আমরা ভাই |
ধর্ম নিয়ে কাটাকাটি করা
বোকা লোকের কাজ,
যার ধর্ম সে পাল্লে
ভবের হবে সাঁজ |
ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙ্গবো না আর
দেহে থাকতে বল,
ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙ্গলে মোরা -
হবো একদিন তল |
আমরা সবাই মানুষ জাতি
রক্ত মোদের লাল,
এই পরিচয় মেনে নিয়ে -
ধরার মাঝে বেঁচে থাকবো
আমরা চিরকাল |
সমাপ্ত