দূর থেকেও ভালোবাসি
_________সুমন প্রধান
ভুলে গেছো জানি__
ওহে অভিমানী,
দূরে আছি বলে_
মিস করো মোরে |
আজ জানি আমার প্রতি-
তোমার জমেছে অভিমান,
দূরে থাকার এই,প্রতিদান |
প্রেমিক জীবনে রাগ অভিমানে_
খাঁটি প্রেমিকের ভালবাসা
দৈনন্দিন চলে |
তোমার মুখে মিস ইউ গুনো_গানে_
মন ছুটে যায় তোর অভিযানে,
দূরে আছি বলে_
ভেবো_না ভুলে গেছি তোরে_
বসে ভাবি তোকে উদাশ হয়ে ||
চারদিকে তোমার হাহাকারের দীর্ঘশ্বাস_
আমার মনে করে বসবাস |
তাকালেই শুধু তোর ছবি ভাসে_
সবুজ অরেণ্যে ঘেড়া প্রকৃতির মাঝে |
তোলে মোরে উদাশ করে_
যখনি তোর কথা পরে মনের মাঝে |
তোর কথা মনে ওঠে _
ধীরে_ধীরে
ঘুমাতে দেয়না আমায়_
গভির রাতে |
দূরে থাকার বেদনা_
আমি কী বুঝিনা ?
প্রেমিক যন্ত্রণা_
আমি কী বুঝিনা ?
বিরহের আগুনে_
আমি কী জ্বলিনা ?
দূরে আছি বলে_
আমি কী কষ্ট পাইনা ?
বিশ্বাষ কর রাত্রি নেমে আসলে_
ঘুম ধরেনা মোর দু চোখে ,
তোর স্মৃতি ভেসে ওঠে মনের মাঝে _
উদাশ হয়ে ভাবি তোকে_
জাগ্রত হয়ে থাকি এই নিশিতে ||
[সমাপ্ত]