ধূসর স্মৃতি
__সুমন প্রধান

তোমাকে মনে না পড়ার—
কোন স্মৃতিতে তুমি নেই?
  প্রতিটি সন্ধ্যায়, হারিয়ে যাওয়া রোদ্দুরে,
তোমার ছায়া মিশে থাকে কুয়াশার রেখায়।

কোন কথায় নেই তোমার প্রতিধ্বনি?
কোন গান বয়ে নেয় না তোমার সুর?
সময়ের নিরবধি প্রবাহে_তুমি মিশে আছো—
  ধূসর এক স্মৃতি হয়ে,
আলো-আঁধারির খেলা হয়ে,
হারিয়েও হারাও না কখনো আমার মন থেকে।