এ নগরে চোরের মেলা,
ন্যায়বিচারের নামে খেলা।
কেউ নেতা, কেউ মন্ত্রী,
সবাই চোরের দলীয় কেন্দ্রী।

গরিবের রক্ত চুষে খায়,
অন্যায় লুকিয়ে নীতি শেখায়।
কথায় বুনে মুখে মিথ্যের জাল,
কাজে তাদের শুধু অন্যায় ও কু-কৌশল।

চুরি করে ভোটের বাক্স,
তারপর সাজে রঙিন সাজ।
অফিসে বসে বুনছে শোষণের ফাঁদ,
চিন্তা শুধু কুকর্মের গান,
বুক ফুলিয়ে দেয় মিথ্যা জ্ঞান।

সোনা গলে করে জঞ্জাল,
অন্যায় ধুয়ে বিলাসের কাল।
পথের ধুলো তারা মুছে,
তবু রক্ত পায়ের ছাপ খুঁজে।

চোরের দাপট বাড়ে প্রতিদিন,
ন্যায়ের কণ্ঠে নীরব বীণ।
তবু একদিন এই দুঃসময়ে,
আসবে বিদ্রোহ শপথ হয়ে।

মুখোশ খুলে, মুখোশ ছিঁড়ে,
সত্যের আলো ছড়িয়ে পড়বে।
জ্বলে উঠবে ন্যায়ের সূর্য,
চোরের নগরী হবে ইতিহাস,
মানুষ পাবে নতুন শ্বাস।